বড়ো সাফল্য দার্জিলিং জেলা পুলিশের, ব্রাউন সুগার সহ দুজন গ্রেফতার

দার্জিলিং: বড় সরো সাফল্য পেলো দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানা। দুই অভিযুক্ত কে গ্রেপ্তার করে দুই কেজি ব্রাউন সুগার উদ্ধার করল খড়িবাড়ি থানার পুলিশ। দার্জিলিংয়ের পুলিশ সুপার সন্তোষ নেলবংকর জানিয়েছেন সাম্প্রতিককালে এত বড় অপারেশন রাজ্যে হয়নি।

    উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা। জানা গিয়েছে অভিযুক্ত জুলেখা খাতুন মালদার বাসিন্দা এবং দার্জিলিংয়ের শিমুলতলার বাসিন্দা কল্যাণ রাই এই মাদক ভারত থেকে নেপালে নিয়ে যাচ্ছিল।

    দার্জিলিং জেলার ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিে তল্লাশি চালিয়ে খড়িবাড়ি থানার পুলিশ ওই মহিলা এবং ওই ব্যক্তির কাছ থেকে এই বিপুল পরিমান ব্রাউন সুগার উদ্ধার করে। দার্জিলিং জেলার পুলিশ সুপার সন্তোষ নেলবংকর জানিয়েছেন, ড্রাগসের বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে পুলিশ অভিযান চালাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তরুণ এবং যুব প্রজন্মকে বাঁচাতে এই অভিযান চালাচ্ছে রাজ্যপুলিশ।

    তারই অঙ্গ হিসেবে দার্জিলিং জেলা পুলিশের বিভিন্ন থানা বিগত দু মাসে ৭০ টির বেশি মাদক মামলায় বেশকিছু দুষ্কৃতীকে গ্রেফতার করার পাশাপাশি প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করেছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে দার্জিলিং জেলার পুলিশ সুপার সন্তোষ নেলবংকর জানিয়েছেন, ড্রাগসের বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে পুলিশ অভিযান চালাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তরুণ এবং যুব প্রজন্মকে বাঁচাতে এই অভিযান চালাচ্ছে রাজ্যপুলিশ।

    তারই অঙ্গ হিসেবে দার্জিলিং জেলা পুলিশের বিভিন্ন থানা বিগত দু মাসে ৭০ টির বেশি মাদক মামলায় বেশকিছু দুষ্কৃতীকে গ্রেফতার করার পাশাপাশি প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করেছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের পুলিশ সুপার সন্তোষ নেলবংকর।