দীর্ঘ প্রতীক্ষার অবসান,  উদ্ধোধন হলো বোয়ালঘাটা ব্রিজের

দীর্ঘ প্রতীক্ষার অবসান,  উদ্ধোধন হলো বোয়ালঘাটা ব্রিজের

    বিশেষ প্রতিবেদন,  হাড়োয়া:  পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন পর্ষদের অর্থানাকুল্যে উঃ চব্বিশ পরগনা জেলার হাড়োয়া বিধানসভা এলাকার বোয়ালঘাটা ব্রিজের ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য,  বিদ্যাধরী ব্রিজ নির্মাণ হওয়ার ফলে দুই ধারের তিন লক্ষ নাগরিকের যাতায়াতের সুবিধা হবে বলে জানায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্রী বঙ্কিম চন্দ্র হাজরা।  পাশাপাশি তিনি বলেন পাঁচ কোটি আটাশ লক্ষ টাকা ব্যায়ে প্রায় একশো ছয় মিটার দীর্ঘের সেতু নির্মিত সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মিটলো। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,  পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নের কর্মযোগ্য চলছে তাতে সাধারণ মানুষের প্রভুত উন্নয়ন সাধিত হচ্ছে।  মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে মন্ত্রী বলেন ,  মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প একমাত্র উন্নততর মমতা ব্যানার্জি।

    তিনি আরও বলেন,  এই অঞ্চল একসময়ে বামফ্রন্ট সরকারের নেতৃত্বাধীন লোকজন মানুষের উপর বুলডোজার চালিয়েছে।  তারই প্রতিদান হিসাবে শাসন সহ পার্শ্ববর্তী এলাকায় রাজ্য সরকারের উন্নয়নের ছোঁয়া পৌঁছে যাবে। ওপর মন্ত্রী রথীন ঘোষ বলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত মা মাটি মানুষের জনগণকে। বুধবারের ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,   এলাকার বিধায়ক হাজী নুরুল ইসলাম,  বিধায়ক দেবেশ মন্ডল,  ঊষা রানী মন্ডল, ডাঃ সপ্তর্ষী ব্যানার্জী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, মনোজ রায় প্রমুখ।