|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: গত ২ ফেব্রুয়ারি মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয় খোলার কথা ঘোষণা করেছেন। দীর্ঘ ১১মাস বন্ধ থাকার পর ১২ ফেব্রুয়ারি থেকে বিদ্যালয় খোলার ঘোষণাকে স্বাগত জানায় স্টুডেন্টস্ ইসলামিক অর্গানাইজেশন্ অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা। সংগঠনের রাজ্য সভাপতি সাবির আহমেদ এই বিষয়ে বলেন, “দীর্ঘ দিন ধরে বিদ্যালয় বন্ধ থাকার ফলে পড়ুয়ারা চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই বিলম্বে হলেও বিদ্যালয় খোলার সিদ্ধান্ত প্রশংসনীয়।” উল্লেখ্য যে, স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় খোলার জন্য গত ১৩ জানুয়ারি থেকে সংগঠন রাজ্যজুড়ে লাগাতার আন্দোলন শুরু করে। বিদ্যালয় খোলার কথা ঘোষণা করলেও, স্কুলছুটদের নতুন করে বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে আসতে সংগঠন জোরালো দাবি জানায়।
সাবির আহমেদ এই প্রসঙ্গে বলেন, “দীর্ঘ দিন ধরে বিদ্যালয় বন্ধ থাকায় ব্যাপক স্কুলছুটের আশঙ্কা রয়েছে। তাই সরকারের পক্ষ থেকে স্কুলছুটদের পুনরায় বিদ্যালয়ে নিয়ে আসতে গঠনমূলক ও আকর্ষণীয় পদক্ষেপ গ্রহন করতে হবে।” তিনি স্কুলছুট নিয়ন্ত্রণে ‘স্কুলে ফিরে চলো’ শিরনামে আকর্ষণীয় প্রকল্প ঘোষণা করার আহ্বান জানান। তবে এখনও পর্যন্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার কথা ঘোষণা না করার জন্য তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন,“বিদ্যালয়ের সঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া সময়ের দাবি। অবিলম্বে কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক। সেই সঙ্গে তিনি বিদ্যালয় চত্বর স্যানিটাইজ করা, শ্রেণীকক্ষে পর্যাপ্ত স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি যথাযথ মেনে চলার উপর গুরুত্ব দেওয়ার দাবি জানান।