কৃষি আইন নিয়ে অধিবেশনের শুরুতেই ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্যসভা,৩ আপ সাংসদ সাসপেন্ড

নতুন গতি ওয়েব ডেস্ক: কৃষি আইন নিয়ে অধিবেশনের শুরুতেই ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্যসভা। পরিস্থিতি সামাল দিতে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু সাসপেন্ড করলেন তিন আপ সাংসদ সঞ্জয় সিং, এনডি গুপ্ত, সুশীল গুপ্তকে। এদিন সকাল নটায় রাজ্যসভা‌য় অধিবেশন শুরু হয়। গত দুদিনের মতোই বিরোধী সাংসদরা কৃষি আইনের বিরোধিতায় স্লোগান দিতে শুরু করেন। বেঙ্কাইয়া নাইডু তাঁদের সতর্ক করে চেয়ারে ফিরে যেতে বললেও কাজ হয়নি। আম আদমি পার্টির তিন সাংসদ এই সময় ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সঞ্জয় সিং, এনডি গুপ্ত, সুশীল গুপ্তকে এই সময় নাম ধরেই বেরিয়ে যেতে বলেন নাইডু। পাঁচ মিনিটের জন্য সভা মুলতুবি হয়।

    চেয়ারম্যান মার্শাল ডেকে তাঁদের বের করে দিতে বলেন। তারপরে রাজ্যসভায় অভিভাষণ পর্ব শুরু হয়। রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলেন, সরকার আমাদের প্রস্তাবে সম্মত হয়েছে। আমরা বিষয়টিনিয়ে আলোচনায় রাজি। গুলাম নবি আজাদ আরও বলেন, আমরা চেয়েছিলাম মোশন অফ থ্যাংকস বা অভিভাষণের আগেই বিষয়টি আলোচনা হোক। তা যখন হয়নি তাহলে তা অভিভাষণের পরেই এই অতিরিক্ত সময় দেওয়া হোক।

    রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখার সময় কৃষি আইন নিয়ে আলোচনা করতে পারেন সাংসদরা। এর জন্য অতিরিক্ত ৫ ঘন্টা বরাদ্দ হয়েছে। ফলে মোট আলোচনার সময় হল ১৫ ঘন্টা। এর জন্য বৃহস্পতিবার পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব ও শুক্রবার পর্যন্ত জিরো আওয়ার বাতিল হল। ব