|
---|
নোট বাতিলের সময় ব্যাংকের লাইনে অনেক মানুষ মারা গিয়েছে কিন্তু এতো শীতেও শাহীন বাগে ও পার্ক সার্কাসে সি এ এ ,এন আর সি ,আন্দোলন কারিরা মরছেন না ,বললেন দিলীপ ঘোষ।
নতুন গতি,ওয়েব ডেস্ক: বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এক সাংবাদিক সম্মেলনে,তিনি বলেন নোট বাতিলের সময় ব্যাংকের লাইনে অনেক মানুষ মারা গিয়েছে কিন্তু এতো শীতেও শাহীন বাগে ও পার্ক সার্কাসে সি এ এ ,এন আর সি ,আন্দোলন কারিরা মরছেন না।
তিনি মুখ্য মন্ত্রীকে ছবি আঁকা নিও কথা বলেন যখন মন খারাপ থাকে তখন ছবি আঁকা ও গান করতে ভালো লাগে।আর মমতা জানেন যে ২১ সালে তিনি আর ক্ষমতায় আস্তে পারছেন না।