|
---|
নাগরিকত্ব পেতে লাগবে ধর্মের প্রমাণ
নতুন গতি,ওয়েব ডেস্ক:নাগরিকত্ব পেতে লাগবে ধর্মের প্রমাণ , বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যাঁরা ধর্মীয় উৎপীড়নের কারণে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্থান থেকে ভারতে এসে আশ্রয় নিয়েছেন, তাঁদের নাগরিকত্ব দেবে সরকার। প্রশ্ন উঠেছিল, মুসলিমরা পরিচয় লুকিয়ে নাগরিকত্ব চাইলে? শুরুতে মন্ত্রক এর জবাব না-দিলেও আজ ধর্মীয় প্রমাণের বিষয়টি সামনে আনে। জানানো হয়, ওই ব্যক্তি নিজের দেশে বিভিন্ন সরকারি নথিতে যে ধর্মের উল্লেখ করেছেন সেই ধাঁচের কোনও কাগজ ভারত সরকারের কাছে জমা দিতে হবে। প্রশ্ন উঠেছে, যাঁরা এক-কাপড়ে ভিটে-মাটি ছেড়ে পালিয়ে এসেছেন যাঁরা, তাঁরা ধর্মের প্রমাণপত্র দেখাবেন কী ভাবে? এর সদুত্তর মিলছে না স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে।