হিন্দুস্তান উচ্চারণ করতে যাদের সমস্যা হয় তাদের পাকিস্তান চলে যাওয়া দরকার, বিহার বিধানসভা অধিবেশনের প্রথমদিনেই বিতর্ক

নতুন গতি ওয়েব ডেস্ক: বিহারের নবগঠিত বিধানসভা অধিবেশনের প্রথমদিনেই, ‘হিন্দুস্তান’ শব্দ ব্যবহার প্রসঙ্গে বিতর্কে আলোড়ন সৃষ্টি হয়েছে।মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) বিধায়ক আক্তারুল ইমান শপথ গ্রহণের সময়ে ‘হিন্দুস্তান’-এর পরিবর্তে ‘ভারত’ শব্দ ব্যবহার করতে চাওয়ায় কিছুক্ষণের জন্য বিধানসভায় কার্যত অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

     

    ওই ঘটনাকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী বিজেপি বিধায়ক নীরজ কুমার বাবলু বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ‘হিন্দুস্তান’ বলতে যাদের সমস্যা হয় তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত। এ জাতীয় লোকেদের ভারতে থাকার কোনও অধিকার নেই। ওদের বাড়ি ছেড়ে পাকিস্তানে চলে যাওয়া উচিত। এ ধরণের মানুষজন দেশ ভাঙতে চলেছে।

     

    এদিন বিধানসভায় শপথগ্রহণের জন্য ‘মিম’ বিধায়ক আক্তারুল ইমানের নাম ডাকার সাথে সাথে তিনি উঠে দাঁড়িয়ে ‘হিন্দুস্তান’ শব্দে আপত্তি জানান। আক্তারুল ইমানের উর্দু ভাষায় শপথ নেওয়ার কথা ছিল। উর্দুতে ‘ভারত’ শব্দের পরিবর্তে ‘হিন্দুস্তান’ শব্দ ব্যবহৃত হয়। কিন্তু বিধায়ক আক্তারুল ইমান প্রোটেম স্পিকারের উদ্দেশ্যে ‘হিন্দুস্তান’ শব্দের পরিবর্তে ‘ভারত’ শব্দ ব্যবহার করার আবেদন জানান।

     

    মিমের ওই মুসলিম বিধায়কের উর্দুতে শপথ নেওয়ার কথা থাকায় তাঁকে যে কাগজ সরবরাহ করা হয় তাতে ভারতের পরিবর্তে ‘হিন্দুস্তান’ শব্দ ব্যবহৃত হয়েছিল। বিধায়ক আক্তারুল ইমান ‘হিন্দুস্তান’ শব্দের পরিবর্তে ‘ভারত’ শব্দ ব্যবহার করতে অনড় থাকায় কিছুক্ষণের জন্য কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়। শেষমেশ ওই বিধায়ক উর্দুতে শপথ নিলেও তিনি ‘হিন্দুস্তান’-শব্দের পরিবর্তে ‘ভারত’ শব্দই ব্যবহার করেন।

     

    আক্তারুল ইমান পরে হিন্দুত্ববাদী বিজেপি বিধায়কের মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ওদের বিদ্বেষ ছড়ানো ছাড়া কোনও কাজ নেই। আমরা ভালোবাসা ছড়িয়ে দিতে চাই। আমরা বিদ্বেষের পরিবর্তে ভালোবাসার বার্তা দিতে চাই।