|
---|
আর এ মন্ডল,ইন্দাস : বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে আসন্ন রথ যাত্রা ও হুল দিবস উদযাপন বিষয়ক ২৮ জুন এক বিশেষ সভার আয়োজন করা হয়। প্রশাসনিক এই সভায় ছিলেন ব্লকের বিভিন্ন গ্রামের রথ যাত্রা কমিটি এবং হুল দিবস উদযাপন কমিটিও।প্রশাসনের পক্ষ থেকে সি আই সোনামুখী গৌতম তালুকদার, বি ডি ও ইন্দাস মানসী ভদ্র (চক্রবর্তী), ও সি সোমনাথ পাল, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুব্রত হাজরা এবং বিশেষ অতিথি সোমসার রামকৃষ্ণ মিশনের স্বামীজী মহারাজ। এছাড়াও ছিলেন তৃণমূলের প্রতিনিধি বাপী রক্ষিত, সি পি এম এর কমরেড আব্দুর রব এবং ইমাম পরিষদ ও জমিয়ত এর ব্লক সভাপতি মাওলানা কাজী শাহাবুদ্দিন, জমিয়ত প্রতিনিধি শান্তি মণ্ডল প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। সভার শুরুতে পরিচালক,- ও সি সোমনাথ বাবু বলেন যে, সম্প্রীতির সাথে আইন কানুন মেনে ধর্মীয় অনুষ্ঠান পালন করেন।পুলিশ প্রশাসন সবার পাশে আছেন। বি ডি ও মানসী ভদ্র মহাশয়া, মিশনের স্বামীজীও বক্তব্য রাখেন। রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বক্তব্য রাখেন বাপী রক্ষিত ও কমঃ আব্দুর রব। সি আই গৌতম বাবু জানান যে,শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় উৎসব পালনেই আছে স্বার্থকতা।শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ে এবং করোনা প্রসঙ্গে সতর্কতা অবলম্বন ও সচেতন হওয়ার জন্য সহজ সরল ভাষায় সবার প্রতি আহ্বান জানান। ইমাম পরিষদ ও জমিয়ত এর পক্ষ থেকে সম্প্রীতির বার্তাবাহী সভার আয়োজক ও উপস্থিত সবার কল্যাণ ও মঙ্গল কামনা করা হয়।
ছবি–