বাঁধের সুইচ গেট নির্মাণের কাজ স্থগিত তার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন সিপিআইএম এর

রঘুনাথগঞ্জ : মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নং ব্লকের লক্ষিজলা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ লক্ষিজলা এবং বাবুপুর যাওয়ার একমাত্র পথ বাঁধ। সেই বাঁধ দিয়েই বহুদিন ধরে যাতায়াত স্কুলের ছাত্র ছাত্রী,গ্রামের ফেরিওয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষের। বর্ষার সময় এই বাঁধ বিপর্যস্ত আকার ধারণ করে বলে সাধারণ মানুষের অভিযোগ। বর্ষার জলের চাপে প্রতিবছর কেটে যায় মাটির এই কাচা বাঁধ। যার ফলেই মূলত ৫ টি পঞ্চায়েতের অধিনস্থ বিঘার পর বিঘা চাষ করা জমি সহ সাধারণ মানুষ ক্ষতির সম্মুখীন হয় বলে জানা যায়।

    এই পাঁচটি পঞ্চায়েতের মানুষের সুবিধার্থে ও চাষ আবাদ জমির কথা ভেবে রঘুনাথগঞ্জ ২ নং ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে কালভার্ট সহ্ সুইচ গেট নির্মাণের অর্থ বরাব্দ করা হয়। স্থানীয় সূত্রে খবর সেখানে কালভার্ট ও সুইচ গেট নির্মাণের জন্য মাটি খনন প্রক্রিয়া ইতি মধ্যে শেষ হয়েছিলো। আর এই নিয়েই এলাকার জনসাধারণ ও কৃষক বন্ধুদের মধ্যে খুশির বাতাবরণ তৈরি হয়। কিন্তু হটাৎ সেই কাজ বন্ধ করে বাস ও মাটি দিয়ে হিম পাইপ বসানোর কাজ হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ । আর এই নিয়ে চাঞ্চল্য শুরু হয় এলাকায়। কালভার্ট ও সুইচ গেট বসানো বাদ দিয়ে হিম পাইপ বসানোই ক্ষোভে ফেটে পড়ে সি পি আই এম এর কর্মী সমর্থকরা। আর তারই প্রতিবাদে এইদিন হিম পাইপ নির্মাণ স্থানে শতাধিক কর্মী ও সমর্থক নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সি পি আই এম।

    এইদিন বিক্ষোভ কর্মসূচি থেকে সোমনাথ সিংহ বলেন কালভার্ট ও সুইচ গেট নির্মাণের জন্য যে অর্থ বরাদ্দ হয় সেই অর্থ তছরুপ করার কারণেই মূলত সুইজ গেট নির্মাণ বাদ দিয়ে হিম পাইপ নির্মাণের কাজ করা হচ্ছে।এছাড়াও তিনি বলেন দুর্নীতি নয় স্বচ্ছ কাজ করা হোক মানুষের স্বার্থে।যদি স্বচ্ছ ভাবে কাজ করা না হয় তবে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন নামার হুশিয়ারি দেন তিনি।বিক্ষোভ কর্মসূচি শেষে সি পি আই এম এর একটি প্রতিনিধি দল রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে সাক্ষাৎ করেন।