|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ফের দিল্লির রোহিনী আদালতে চলল গুলি। এক আইনজীবী-সহ জখম হয় ২জন।
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল ৯ টা নাগাদ ৮ নং গেটের কাছে এক আইনজীবীর সঙ্গে এক ব্যক্তির ঝগড়া হয়। সেই সময় ওই গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা নাগাল্যান্ড পুলিশের এক কর্মীর বন্দুক থেকে আচমকাই গুলি চলে আর তাতে এক আইনজীবী-সহ জখম হয় ২জন।
উল্লেখ্য, ২০২১-এর সেপ্টেম্বরে রোহিনী কোর্টে কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র গোগির বিরোধী গ্যাংয়ের সদস্য আইনজীবীর ছদ্মবেশে গুলি চালাতে চালাতে আদালতে ঢোকে শুনানির সময়। তাকে লক্ষ্য করে চলে গুলি এবং তার সাথে মৃত্যু হয় আরো ৫জনের।