প্রতিবেশীদের হুমকিতে বাড়ি বিক্রি করলেন না

নতুন গতি প্রতিবেদক: ক্রেতা মুসলিম। তাই তাঁকে বাড়ি বিক্রি করতে রাজি হলেন না বাড়ির মালিক। তার চেয়ে বলা ভাল, পাড়া–প্রতিবেশীরাই ঐ বাড়ির মালিককে হুমকি দিয়ে জানিয়েছে যাতে কোনভাবেই কোনও মুসলিমকে বাড়ি বিক্রি না করা হয়। ঘটনাটি ঘটে গুজরাটের ভাদদরা জেলার ভাসনা অঞ্চলের সমর্পণ আবাসন চত্বরে। ওই আবাসনের আবাসিক মহেশ পালান নিজের বাড়িটি এক মুসলিমকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। মহেশ পালানের বাড়ি বিক্রি করার খবর ছিল না আবাসনের বাসিন্দাদের কাছে। বাড়ি বিক্রির প্রক্রিয়ায় আইনি যাচাইয়ের জন্য আবাসনে পুলিশ এলে তখনই জানতে পারেন আবাসিকরা। তারপরেই গত ২৪ নভেম্বর ওই আবাসনের ৯০ জন আবাসিক একটি আপত্তি পত্র পাঠায় পালানকে। এমনকি পালানের বাড়ির সামনে বিক্ষোভও দেখায়। ওই আবাসনের জেনারেল সেক্রেটারি বিক্রমজিৎ সিং জানান, ‘‌আবাসনে বাড়ি বিক্রির ক্ষেত্রে মহেশ পালান আমাদের থেকে কোনও অনুমতি পত্র চাননি। আর এই অঞ্চলে মুসলিম পরিবার থাকতে এলে এখানে জমিজমার দাম অনেক কমে যাবে।’‌ 
গুজরাটের যেসব জায়গাগুলিতে সাম্প্রদায়িক অশান্তির ঘটনা বেশি ঘটে থাকে, সেই অঞ্চলে নতুন কোনও পরিবার থাকতে এলে, তাঁদের অনেক আইনি জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়। সেক্ষেত্রে জেলা শাসকের অনুমতিপত্রেরও প্রয়োজন পড়ে। মূলত গুজরাটের যে অঞ্চলে বেশি হিন্দু থাকে, সেখানে মুসলিমদের থাকতে গেলে এইসব আইনি জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়। নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন এই আইন নিয়ে এসেছিলেন। আর ঠিক এই কারণেই গুজরাটে মুসলিম ঘেঁটোর সংখ্যা দিনে দিনে বাড়ছে। থাকার জায়গা হারাচ্ছেন সেখানে বসবাসকারী মুসলিমরা। ‌‌