|
---|
নতুন গতি প্রতিবেদন: ফের উত্তপ্ত রাজধানী শহর দিল্লি। জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যায়ের ছাত্রছাত্রীদের ওপর অমানবিক ভাবে পুলিশি হামলা চালানোর প্রতিবাদে দিল্লির সিলামপুর এলাকা থেকে শুরু হয় এক বিক্ষোভ মিছিল।
তাদের নিয়ন্ত্রণ করতে পুলিশ মিছিলকে কেন্দ্র করে গুলি এবং কাঁদানে গ্যাস ছাড়ে। বিক্ষোভকারীরাও পাল্টা আক্রমণ শুরু করে পুলিশদের ওপর। এই বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের ওপর পাথর ছোড়ার অভিযোগ ওঠে। এতে কয়েকজন পুলিশ আহত হয়।
পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর ১২টা নাগাদ সিলামপুর এলাকা থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিলটি। শহরের একটি গুরুত্বপূর্ণ ক্রশং-এ এসে বিক্ষোভকারীরা এনআরসি এবং সিএএ-এর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।
পুলিশ সেখানে বাধা দিতে গেলে তাদের ওপর চোড়াও হয় বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর। ভাঙচুর করা হয় রাস্তার গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ কাদানে গ্যাস ছুড়তে শুরু করে। তাতে করে পুরো এলাকা ধোঁয়ায় ভরে যায়।