|
---|
নতুন গতি, অমৃতসরঃ সারা দেশজুড়ে চলছে পুজোর মরশুম। রীতিমতো আজ দশেরা উপলক্ষ্যে সারাদেশ মেতে রয়েছে। তারই মাঝে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটলো গুজরাটের অমৃতসরে। হাজার হাজার মানুষের মধ্যে রেল লাইনের উপর দাঁড়িয়ে শ তিনেক মানুষ দশেরার রাবন জ্বালানো উৎসব দেখছিলেন। উৎসবের আতসবাজীর আওয়াজে ট্রেন আসার শব্দ তাদের কানে পৌঁছায়নি। জলন্ধর থেকে অমৃতসর দ্রুতগামী গতির ট্রেন এসে পিষে দিয়ে চলে যায় বহু মানুষকে। ঘটনাটি ঘটে অমৃতসরের চৌরাবাজার এলাকায় । মৃত ৫০ এর অধিক এবং আহতের সংখ্যাও প্রচুর। পাঞ্জাব জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নতুন গতির পক্ষ থেকে মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে আহতদের সুস্থতা কামনা করি । সমবেদনা জানাই।