|
---|
নতুন গতি ডেস্ক : দশেরা বা রাবণ বধ দেখতে গিয়ে ঘটলো বড়ো দুর্ঘটনা। ট্রেনের কাটা হয়ে মৃত্যু এখন পর্জন্ত ৫০জনের, আহত শতাধিক। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরে। রাত্রি হওয়াতে মৃত্য সংখ্যা আরো বাড়বে।
দশেরা উপলক্ষে অমৃতসরের জোড়াঘাটে চলছিল রাবণ দহন অনুষ্ঠান। ভিড় বা জনসমাবেশ ছিল প্রচুর মানুষের। পাশেই ছিল রেললাইন। অনেকেই রেললাইনে বসে দেখছিলেন রাবণ দহন। ঠিক তখনই দু’দিক থেকে চলে আসে দুটি ট্রেন। ডিএমইউ ও অমৃতসর মেল একসঙ্গে চলে আসে। রাবণ বধের মগ্নতাতে ও বাজির শব্দে জনতা খেলার করেনি ট্রেন আসার। দুটি ট্রেনের মধ্যে ফেঁসে যান বহু মানুষ। তার ফলে এই দুর্ঘটনা ঘটে।