|
---|
ফের সাধু হত্যা এবং এবার স্বয়ং যোগীর রাজ্যেই
নতুন গতি ওয়েব ডেস্ক:
ফের সাধু হত্যা! এবং এবার স্বয়ং যোগীর রাজ্যেই!মহারাষ্ট্রের পালঘরের পর এবার নারকীয় ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের বুলন্দশহর। শিব মন্দিরে ঘুমিয়ে থাকা দুই সাধুকে খুন করল এক দুষ্কৃতী। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।সোমবার রাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরের একটি মন্দিরে দু’জন সাধুকে খুন করা হয়েছে। সূত্রের খবর, এই দুই সাধুই সম্প্রতি চুরির অভিযোগ আনেন এক ব্যক্তির বিরুদ্ধে। ৫৫ এবং ৩৫ বছরের দুই সাধু একটি ছোট মন্দিরে অস্থায়ীভাবে থাকতে শুরু করেছিলেন। সেখানেই গতকাল সন্ধ্যায় তরোয়াল দিয়ে হত্যা করা হয় তাদের। এই ঘটনায় রাজু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হত্যাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।