|
---|
নতুন গতি নিউজ ডেস্কঃমধ্য প্রদেশে স্বামীকে বন্দি রেখে স্ত্রীকে গণধর্ষণ করল ৬ দুষ্কৃতী,রেহাই পেল না ১২ বছরের মেয়েও শাহপুর পুলিশ স্টেশনের ইন চার্জ সঞ্জয় পাঠক জানিয়েছেন, অপরাধীদের বিরুদ্ধে পক্সো সহ নানা ধারায় অভিযোগ আনা হয়েছে।
মধ্য প্রদেশের বুরহানপুর জেলায় বাবাকে বেঁধে রেখে ধর্ষণ করা হল তাঁর ১২ বছরের বালিকা কন্যাকে। মেয়েটির মাকেও ধর্ষণ করে তারা। রবিবার তাঁদের বাড়িতেই এই ঘটনা ঘটেছে।একটি পাথর খাদানের পাশে এই পরিবারের বাড়ি। অভিযুক্ত ৬ দুষ্কৃতী তাঁদের বাড়ি এসে বাড়ির কর্তাকে বেঁধে ফেলে। তারপর তুলে নিয়ে যায় তাঁর স্ত্রী ও মেয়েকে। একটি মাঠে নিয়ে গিয়ে তাঁদের ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এছাড়া বাড়ি থেকে লুঠ করা হয় নগদ টাকা, একটি মোবাইল ফোন। অভিযুক্তদের গ্রেফতার করতে বুলধানা ও জলগাঁওয়ে গিয়েছে পুলিশ বাহিনী। শাহপুর পুলিশ স্টেশনের ইন চার্জ সঞ্জয় পাঠক জানিয়েছেন, অপরাধীদের বিরুদ্ধে পক্সো সহ নানা ধারায় অভিযোগ আনা হয়েছে।
গত মাসেই উত্তর প্রদেশের পিলিভিটে এক মহিলাকে তাঁর স্বামী ও স্বামীর সহকর্মীরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ২ দিন ধরে তাঁকে ধর্ষণ করা হয়। তারপর তাঁকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় রেল লাইনের ওপর। ২০১৮-র জানুয়ারিতে ওই মহিলা অভিযোগ করেন, স্বামী তাঁকে মারধর করেন, অন্তঃসত্ত্বা থাকার সময়েও নির্যাতন করা হয়েছে তাঁকে। গর্ভপাতের পর স্বামীর বিরুদ্ধে এফআইআর করেন তিনি। গত মাসের ২৪ তারিখ মহিলাকে ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারের ক্যাম্পাস থেকে অপহরণ করা হয়, মামলার শুনানির জন্য সেখানে এসেছিলেন তিনি। ২ দিন ধরে নির্যাতনের পর তাঁকে ফেলে দেওয়া হয় রেল লাইনের ওপরে।