অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করতে হবে হাসপাতালকেই, রোগীকে হয়রানি করানো যাবে না

নতুন গতি ওয়েব ডেস্কঃ বিশ্ব জুড়ে করোনা সংকট। ঘরে বাইরে সংক্রমণের ভ্রুকুটি, মৃত্যু আশংকা। সেই করোনা চিকিত্‍সায় বার বার হয়রানির ছবি ফুটে উঠছে খোদ কলকাতায়। রোগীদের কখনও হাসপাতালে বেড অমিল, আবার কখনও আবার অ্যাম্বুল্যান্সের জন্যে ভোগান্তিতে পোহাতে হচ্ছে রোগী এবং তাঁর পরিবারকে। এমনকি মৃত্যুর পরেও ঘন্টার পর ঘণ্টা বাড়িতে দেহ পড়ে থাকার অভিযোগও উঠছে।

    এই আবহে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কলকাতা পুরসভায় একটি উচ্চ পর্যায়ে বৈঠকে বসেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন চিকিত্‍সক অভিজিত্‍ চৌধুরী, কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার জাভেদ শামিম, পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অতীন ঘোষ এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক শান্তনু সেন। উক্ত উচ্চ পর্যায়ের বৈঠকে স্থির সিদ্ধান্ত রোগী হয়রানি থেকে অ্যাম্বুল্যান্স-দুর্ভোগ রুখতে এবার স্বাস্থ্য দফতর, কলকাতা পুরসভা এবং পুলিশ সমন্বয় রেখে কাজ করবে।