|
---|
সেক আতিউল্লা (সম্রাট), চন্ডিপুর , পূর্ব মেদিনীপুর : এবারের পুজোয় নতুনের ছোঁয়া। শারদীয়া উৎসব এর আনন্দ আমাদের একার নয় এই উৎসব মহামিলনের। উৎসবের আনন্দ থেকে বঞ্চিত যারা তাদের মুখে একটু হাসির ঝলক দেখতে চলো পাল্টাই পরিবার মঙ্গলবার পৌঁছে গিয়েছিল ঝাড়গ্রাম শহরের খুব কাছের একটি ছোট্ট গ্রাম কাঁটাবাড়ি তে । যেখানে প্রায় ৫০ টি পরিবার এর মুখে হাসি ফুটিয়ে তোলা ছিল ওদের লক্ষ্য। নতুন পোশাকের সাথে সবার জন্যে কেক, বিস্কুট, চকলেট সাথে কচিকাচাদের আবদারের ফুটবল নিয়ে ওরা পৌঁছে যায় কাঁটাবাড়িতে। গত বছরের মতো এবছরও চলো পাল্টাই পরিবার পুজোর জন্য নতুন পোশাক তুলে দেয় উনাদের হাতে। এই কর্মসূচি কে বাস্তবায়িত করতে ঝাড়গ্রাম শাখার সদস্য এর সাথে হাওড়া জেলা শাখা থেকেও সদস্য সদস্যার ও উপস্থিত হন। এই কর্মকান্ড, এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর প্রায়শ কে প্রশংসা জানিয়েছেন ঝাড়গ্রাম এলাকার সমাজ কর্মী ঝর্ণা আচার্য্য।
এক গ্রামবাসী চলো পাল্টাই পরিবারকে বলেন, আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৯ জন , এতজন কে কখনো একসঙ্গে পুজোর পোশাক দিতে পারিনি, চলো পাল্টাই এর জন্যে গতবারের মতো এবারও আমরা সবাই নতুন পোশাক পরে পুজো দেখতে যাব। চলো পাল্টাই কেবল একবার পাশে থাকেনি। বারবার আমাদের জন্য এগিয়ে এসে আমাদের পাশে থেকেছে ।
এই কর্মকান্ডে সহযোগিতার হাত বাড়িয়ে ও কাজে উপস্থিত থাকতে চেয়ে এসেছিলেন সুতাহাটার তরুণ কুমার মাইতি এবং নন্দীগ্রাম এর কৌশিক মহাপারু দুজনেই বলেন আমরা এই কাজে এতো আনন্দ পেলাম যা আমাদের পুজোর আনন্দ কে ছাপিয়ে গেছে । আমরা এদের জন্য ভবিষ্যতে আরও সহযোগিতা করতে চাই ।
চলো পাল্টাই পরিবারের বক্তব্য –
ধন্যবাদ জানাই সেইসব মানুষজনদের যাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের দিকে । যাদের সাহায্য না পেলে আমরা কিছুই করতে পারতাম ।। সেই সব মানুষদের অকৃপন ভালবাসা ও সহযোগিতায় আজ আমরা এই অঙ্গীকার পূরণ করতে সক্ষম হয়েছি। চলো পাল্টাই এর সকল শুভানুধ্যায়ী সেনা ও আমাদের সকল শুভাকাঙ্খীদের যথাযোগ্য সম্মান ও কৃতজ্ঞতা জানাই আমাদের পরিবারের পক্ষ থেকে।