জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসের প্রতি শ্রদ্ধা জানাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোমবাতি মিছিল

 

    নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া;কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্ম দিবসে মুখ্যমন্ত্রীর প্রতি অবমাননার বিরুদ্ধে, বাংলার কৃষ্টি-কালচার ধুলোয় জলাঞ্জলি দেওয়ার প্রতিবাদে এবং আজ জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে শান্তিপুর সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয় সন্ধ্যা 7 ঘটিকায়। তৃণমূল ভবন থেকে তৃণমূলের ছাত্র মহিলা যুব শ্রমিক সহ বিভিন্ন শাখা সংগঠনের শহর অঞ্চলের নেতৃত্ব স্থানীয়দের নিয়ে রাজপথে মোমবাতি নিয়ে মিছিল করে শান্তিপুর ডাকঘর নেতাজি সুভাষচন্দ্র বোসের পদতলে একটি প্রতিবাদ সভা করে শান্তিপুর সহ তৃণমূল কংগ্রেস। তাদের মিছিলের মূল স্লোগান ছিলো “আমরা গান্ধীজী চাই আমরা নেতাজি চাই! নাথুরাম চাইনা”
    আরএসএস সমর্থিত নাথুরাম গডসের বিরুদ্ধে তীব্র এবং ধিক্কারের আওয়াজ ওঠে ওই মিছিল থেকে।