পুজোর প্রাক্কালে শিশুদের মুখে হাসি ফোটানোর প্রয়াস। উৎসবে আনন্দ দান কর্মসূচী সিউড়িতে

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: সোমবার ৩০ সেপ্টেম্বর সিউড়ি ইনডোর স্টেডিয়ামে বীরভূম লাল মাটির দেশ এর উদ্যোগ ও পরিচালনায় উৎসবে আনন্দদান কর্মসূচী পালন করা হয়৷ এদিন আনুষ্ঠানিক ভাবে জেলার বিভিন্ন ব্লক ও প্রত্যন্ত এলাকার ১০৩৪ জন দুঃস্থ শিশুকে পুজোর প্রাক্কালে নতুন জামা উপহার দেওয়া হয়৷ এইভাবে শিশুদের মুখে হাসি ফোটানোর শুভ উদ্যোগ গ্রহণ করেন আয়োজকরা৷ হাজির ছিলেন বিশিষ্ট মানুষ জনেরা৷ সাধারণ মানুষদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো৷ সকলে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন৷

    এদিন অনুষ্ঠান মঞ্চে সুধীজন ও বিশিষ্টদের মধ্যে হাজির ছিলেন বীরভূমের জেলা শাসক মৌমিতা গোদারা, জেলা পুলিশ সুপার শ্যাম সিং, অতিরিক্ত জেলা শাসক( উন্নয়ন) প্রশান্ত অধিকারী, সিউড়ি সদর মহকুমা শাসক রাজীব মন্ডল, অন্যান্য পদস্থ কর্তা, আধিকারিকবৃন্দ প্রমুখ৷ বিশিষ্টদের হাত দিয়ে ৫ জন করে শিশুদের হাতে উপহার স্বরূপ পোশাক তুলে দেওয়া হয়৷ পরবর্তীতে লাল মাটির দেশ এর তরফে সদস্য, প্রতিনিধিরা বাকি শিশুদের উপহার তুলে দেন৷ মঞ্চে উপবিষ্ট অতিথিরা তাঁদের মূল্যবান বক্তব্যে উদ্যোক্তা পরিচালক রুপে লাল মাটির দেশ এর ভূয়সী প্রশংসা করেন৷ এই সংস্থা বছরের বিভিন্ন সময়ে আরও যে বহু ধরণের সেবা মূলক উদ্যোগ নিয়ে থাকে সেগুলিও তুলে ধরা হয় সর্ব সমক্ষে৷ বাউলগান, মুখোশ নৃত্য, সঙ্গীতানুষ্ঠান প্রভৃতির আয়োজনও ছিল৷ আয়োজকদের আন্তরিক আপ্যায়ণ ও সুব্যবস্থাপনায় এদিন মুগ্ধ হয়েছেন সকলে৷ উদ্যোক্তাদের প্রশংসায় পঞ্চমুখ জেলাবাসী৷