|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া : ব্যাগভর্তি বোমা উদ্ধার উদ্ধারেকে সাত সকালে পঞ্চায়েত অফিসের ঢিল ছোড়া দূর থেকে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য।ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের বাগআঁচড়া বাজার এলাকায়। জানা যায়, সকালে বাগ আচড়া বাজার এলাকার কিছু স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে ব্যাগের মধ্যে ওই বোমা-গুলি। বাগাছরা গ্রাম পঞ্চায়েত অফিসের কাছেই বিলের পাশের একটি আম বাগানে বোমা-গুলি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তারা এসে দেখে একটি ব্যাগের ভেতর চারটি বোমা মজুত রাখা আছে।এরপরে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ এসে বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করে নিয়ে যায়। যদিও এই বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি এই আম বাগান চত্বরে অনেক ছোট ছেলেমেয়েরা খেলা করতে আসে। এই বোমা উদ্ধার হওয়ার পর তারা খুবই আতঙ্কে।তবে কি কারণে এই বোমা-গুলি মজুদ ছিল এবং এই বোমা-গুলি রাখার পেছনে কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।