মসজিদের তারাবির নামাজের সময় বাইক ও সাইকেল পাহারা দিচ্ছে এক হিন্দু ভাই

 

    মহম্মদ রিপন, মুরারই

    চলছে রমজান মাস মুসলিম ধর্মালম্বী বহু মানুষ এই মাসে রোজা রাখেন। সন্ধ্যা নামলেই মসজিদের মিনার থেকে আজান শোনা গেলেই মসজিদ মুখী হয় রোজাদাররা তারাবির নামাজ পড়ার জন্য।মুসলিম ভাইরা মসজিদের ভিতরে যখন তারাবির নামাজ আদায় করে, তখন তাদের সাইকেল ,বাইক মসজিদের বাইরে যত্ন করে আগলে রাখে এক হিন্দু ভাই অমিত কুমার প্রসাদ। ভারতবর্ষের এমন সুন্দর ছবি আপনি হয়তো খুব কমই দেখতে পাবেন। তবে রামপুরহাটের অমিত সেই কাজটি দীর্ঘ 6 বছর ধরে করে চলেছে। ঘটনাটি রামপুরহাটের বড়ো জুম্মা মসজিদের। এই মসজিদে নামাজ পড়তে আসা এক নামাজি জানান কয়েক বছর আগে মসজিদের কাছ থেকে সাইকেল, বাইক চুরি হয়ে যেত। কিন্তু সেই খবরটা অমিতকে বিচলিত করে তুলেছিল। তার পরেই তিনি হয়তো সিদ্ধান্ত নিয়েছিলেন রমজান মাসের তারাবির নামাজের সময় তিনি মসজিদের বাইরে বাইক ও সাইকেল পাহারা দিবেন। অমিত ভারতীয় রেলে কর্মরত তার বাড়ি রামপুরহাট বাজার পাড়াতে।

    আজকে অমিতের কথা মনে পড়লেই মনে পড়ে যায় কাজী নজরুল ইসলামের লিখে যাওয়া সেই দুই টি লাইন”মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ”। অমিত কুমার সেটা হাতে কলমে সমস্ত দেশবাসীকে দেখিয়ে দিল।দেশের বিভিন্ন প্রান্তে অসহিষ্ণুতার পরিবেশ যখন সাধারণ মানুষের মধ্যে নানাবিধ সন্দেহ আর প্রশ্ন জাগিয়ে দিচ্ছে, তখন শহর রামপুরহাটের এই চিত্র ধর্মের গণ্ডি ছাড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাই দিচ্ছে।