|
---|
দেবাশিষ পাল, মালদা হবিবপুর:
ইংরেজ বাজার ব্লকের বুধিয়া গ্রামের বাসিন্দা খালেদুল রহমান (৩২) পেশায় কৃষক। ট্রাক্টর কেনার জন্য একটি বে সরকারি ব্যাঙ্ক থেকে প্রায় ছয় লক্ষ টাকা ঋণ নিয়ে কিনেছিলেন। খালেদুর রহমান ভেবেছিলেন নিজের জমি সহ অন্যের জমি চাষ করে ঋন পরিশোধ করে দেবে তা আর হয়ে ওঠেনি। ঋনের সুদের হার বারতে থাকায় বেসরকারি ব্যাঙ্কের তরফে চাপ বাড়তে থাকে টাকা পরিশোধের জন্য। মাসিক চাপের। শুক্রবার সকালে বাড়ি কিছুটা দুরে একটি আম বাগানের মধ্যে ওই কৃষকের ঝুলন্ত দেহ দেখতে পাই এলাকা বাসিন্দারা। ইংরেজ বাজার থানার পুলিশ কে খবর দেওয়া হয়। মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।