বাংলায় একদিনে মৃত ৩৯, সুস্থতার হার সেই নিরিখে অনেক বেশি

নতুন গতির নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় যত জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেই তুলনায় সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেশি। পাশাপাশি সংক্রমণের গতিতে আগের তুলনায় রাশ টানা সম্ভব হয়েছে। যদিও রাজ্যে এখনও প্রতিদিন দু’হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। যার জেরে এ দিন মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের গণ্ডি টোপকে গিয়েছে। এদিকে, মৃত্যুর ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে।

    সোমবার নবান্ন থেকে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আরও ২ হাজার ১১২ জন ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ শনাক্ত করা গিয়েছে। আর এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১৬৬ জন। সাম্প্রতিক সময়ে এই প্রথম আক্রান্তের থেকে বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠলেন।সর্বশেষ সরকারি পরিসংখ্যান বলছে, বর্তমানে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩০ জন।

    এর মধ্যে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫০২ জন; যা গতকালের থেকে ৯৩ জন কম। আর করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন এমন ব্যক্তির সংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁই। রাজ্যে এখনও পর্যন্ত মোট ৩৯ হাজার ৯১৭ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৬৫.৬২ শতাংশ।এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৩৯ জন করোনার বলি হয়েছেন। ফলে এখনও পর্যন্ত মোট ১,৪১১ জন করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে।

    রাজ্যের মধ্যে কলকাতায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বাধিক। এখনও পর্যন্ত শহরে ১৮ হাজার ৭৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৮৯১ জন। ৬ হাজার ১৬৬ জনের চিকিৎসা চলছে। শহরে ৬৯৬ জন ব্যক্তির প্রাণ কেড়ে নিয়েছে করোনা। এদিকে, আক্রান্ত এবং মৃতের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। জেলায় এখনও পর্যন্ত ১২ হাজার ৯০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৮৮ জন।

    এদিকে, ভারতে একদিনে সংক্রমণ বাড়তে বাড়তে প্রায় ৫০ হাজারের কাছাকাছি চলে এসেছে। সোমবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্য়া হয়েছে ১৪,৩৫,৪৫৩। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৪,৮৫,১১৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯,১৭,৫৬৮ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৬৩.৫%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২,৭৭১।