|
---|
সংবাদদাতাঃ হাওড়ার চিরনবীনে শিশু দিবস উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন,,, হাওড়া জেলার জয়পুর থানার পারবাকসীর চিরনবীনের আয়োজনে ও প্রাঙ্গণে, শিশু দিবস উদযাপন ও চিরনবীন চিলড্রেন হোমের নতুন গৃহ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চোদ্দ নভেম্বর সারদিন ব্যাপী নানান রকমের ক্রীড়া ও অঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রভাত ফেরী ,জাতীয় ও চিরনবীনের পতাকা উত্তোলন, শিক্ষা ও সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুই পর্বে অনুষ্ঠান হবে। সমগ্র অনুষ্ঠান পর্যায়ক্রমে পরিচালনা করবেন চিরনবীনের সভাপতি নিতাই চরণ বাগ ও সাধারণ সম্পাদক সুকুমার সাউ।সাউ আমাদের প্রতিনিধি কে জানান যে পশ্চিম বঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ,সমাজ কল্যাণ দপ্তর অনুমোদিত এস সি পি এস অধীনে ইনট্রিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কীম এর আর্থীক সহযোগিতায় শিশুদের জন্য চিরনবীন চিলড্রেন হোমের নতুন গৃহ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন হাওড়া জেলা শাসক চৈতালী চক্রবর্তী এছাড়াও উপস্থিত থাকবেন পর্যায়ক্রমে অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন সৌমজিৎ দেবনাথ,জে জে বির প্রিন্সিপাল ম্যাজিষ্টেট জুঁই দত্ত, জেলা সমাজ কল্যাণ আধিকারিক পিনাকী গুপ্ত,আই সি ডি এসের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার হীরক ব্যানার্জী, জেলা শিশু সুরক্ষা আধিকারিক বাসার আলি, হাওড়া জেলা পরিষদ সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য,পূর্ত কর্মাধ্যক্ষ সীতানাথ ঘোষ,সেচ কর্মাধ্যক্ষ রমেশ চন্দ্র পাল, শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ আম্বিয়া খাতুন,সহ স্হানীয় পুলিশ ,প্রশাসনের কর্মকর্তারা।