|
---|
নতুন গতি,মালদা: করোনা আবহে ক্লাবগুলির পাশে দাঁড়াল মালদা জেলা পরিষদ। আগে থেকে সচেতনা করার পাশাপাশি তাদের শহরের ক্লাবগুলিকে মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হয়। এমনকী পুজোর ক’দিন পুজো মন্ডপগুলি স্যানিটাইজডও করা হবে বলে জানা গেছে। করোনা মোকাবিলায় ক্লাবগুলিকে আরও সতর্ক করার বার্তা দিল জেলা পরিষদ। বুধবার শহরের ক্লাবগুলিকে সচেতন করার পাশাপাশি তাদের হাতে মাস্ক, স্যানিটাইজার বিলি করা হয়। এজিন বিনয় সরকার অতিথি আবাসে জেলার পুজো কমিটিকে মাস্ক এবং স্যানিটাইজার বিলি করা হলো। হাজির ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর মণ্ডল। ছিলেন জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক বিকাশ সাহা, জেলা পরিষদের সদস্য অর্চনা মন্ডল, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ প্রমুখ। জেলা সভাধিপতি এদিন বলেন, ‘ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে ইতিমধ্যেই ১০ বছরের পুরনো ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং তাদের বিদ্যুৎ বিলেও ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। সেই উদ্যোগেই শরিক হতে আজ মালদা জেলা পরিষদের তরফ থেকে জেলার ১০০টি পুজো কমিটিকে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয়।’ জানা গেছে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত জেলা পরিষদের উদ্যোগে পুজো মন্ডপগুলিকে স্যানিটাইজড করা হবে। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকে জন সাধারণকে মাস্ক পরে প্রতিমা দর্শন ও সামাজিক দূরত্ব মেনে সকলকে দুর্গাপুজো উপভোগ করার বার্তা দেওয়া হয়। অন্যদিকে মানিকচক বিধানসভার মানিকচক ব্লক কমিউনিটি হলে ৭৫টি পুজো কমিটিকে মেমেন্ট, শারদ সম্মান, মাস্ক, স্যানিটাইজার, আর্থিক অনুদান প্রদান করা হয়। মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর মন্ডল তাঁর ব্যক্তিগত উদ্যোগে এদিন এলাকার প্রত্যেকটি পুজো কমিটিকে এই সাহায্য প্রদান করেন। পাশাপাশি এলাকার অসহায় দুঃস্থ মানুষদের মধ্যে প্রায় ৬০০টি লুঙ্গি ও ২৫০০টি শাড়িও বিতরণ করেন। সভাধিপতি ছাড়াও হাজির ছিলেন মানিকচক ব্লকের বিএমওএইচ হেমনারায়ণ ঝা-সহ অন্যরা।