|
---|
সেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি,মেদিনীপুর:-মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী সংস্থা মাণিকলাল দাস মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এবং মেদিনীপুর শ্যাম সংঘের পূর্ণ সহযোগিতায় শনিবার দুপুরে রান্না করা খাবার বিতরণ করা হলো শালবনী ব্লকের ভাদুতলা পঞ্চায়েতের কড়িয়াদানা গ্রামে। এদিন দুপুরে ছয় শতাধিক অসহায় মানুষকে রান্না করা খাবার বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক ডঃ নকুল মন্ডল, সঞ্জয় মান্না, স্বস্তিক শাসমল, অনির্বাণ সাঁতরা,প্রভাত দাস প্রমুখ। উল্লেখ্য এটি ছিল সংস্থার উদ্যোগে ত্রাণ বিলির দশম পর্যায়। সংগঠনের সম্পাদক নকুল মন্ডল জানান,সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় তাঁরা আগামী দিনেও আরও কিছু মানুষের পাশে দাঁড়াতে চান।