|
---|
“ঈদের আগে কোনভাবেই যাতে লকডাউন না ওঠে” মুখ্যমন্ত্রীকে অনুরোধ কলকাতা ইমাম সংগঠনের
জাহির হোসেন, নতুন গতি : ঈদ বাঙালির অন্যতম একটি শ্রেষ্ঠ উৎসব। সম্ভবত আগামী ২৫শে মে অর্থাৎ সোমবার মুসলিমদের এই পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবার সম্ভাবনা আছে। বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় লকডাউন ১৭ই মে পর্যন্ত আপাতত বলবৎ। তবে অনেকের ধারণা সরকার ঈদের কথা ভেবে লকডাউন এর মধ্যেও কিছুটা শিথিলতা আনতে পারে। সেই সূত্রে, বাংলার ইমাম সংগঠন অনুরোধ জানিয়েছেন যাতে করে ঈদের জন্য লোক ডাউনে কোনো শিথিলতা আনা না হয়।
“বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন” এর তরফ থেকে চেয়ারম্যান মাওলানা ইয়াহিয়া সাহেব মুখ্যমন্ত্রী কে চিঠি লিখে জানান –
“পশ্চিমবঙ্গের স্বার্থে লকডাউন আরো কিছু দিন বাড়িয়ে দিন অন্ততঃ ৩০ তারিখ পর্যন্ত। মানুষ আগে বাঁচুক, পরে উৎসব হবে। ৩০শে মে এর আগে কেন্দ্র সরকার লকডাউন তুললেও রাজ্য সরকার যেন না তোলে। মুসলিম নেতৃত্ব বৃন্দ দায়িত্বের সঙ্গে আপনার পাশে আছে।”
লকডাউন এর সামাজিক দূরত্বের ব্যবধান সুনিশ্চিত করতে বাংলা সহ সারা দেশের মসজিদগুলোতে বন্ধ রয়েছে জমায়েত নামাজ পাঠ। মুসলিম সম্প্রদায়ের ছোট ছোট বিষয়গুলিকে যেভাবে গদি মিডিয়া অপপ্রচার চালানোর প্রচেষ্টায় অব্যাহত রয়েছে সেই কারণে এই আবেদন।
লকডাউন ভেঙে দিল্লির শ্রমিক জমায়েত, যোগীর রাজ্যে হনুমান মন্দির যাত্রা, এই ঘটনাগুলিকে পাশ কাটিয়ে যেভাবে নিজামুদ্দিন মারকাজের ঘাড়ে সব দোষ চাপিয়ে দেওয়া হয়েছে তদ্রুপ পেক্ষাপটে ইমাম সংগঠনের এই আহ্বান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি বুদ্ধিজীবী মহলে র।