|
---|
মো: নাজমুস সাহাদাত, মোথাবাড়ি : অন্নপূর্ণা অপেরার আলকাপের গান এখনো সবাইকে মুগ্ধ করে গ্রাম গঞ্জে।আলকাপ সম্রাজ্ঞীর শিলার জনপ্রিয়তা মালদা জেলার গ্রাম গঞ্জে বেদের মেয়ে জোছনা কে হার মানাবে। বর্তমানে এই দল ও শিলা গ্রাম গঞ্জে ভারত পাকিস্তানের যুদ্ধের ভারতীয় সেনাবাহিনীর নানা কৃতিত্ব তুলে ধরে ভারত পাকিস্তানের যুদ্ধে কাহিনী মঞ্চস্থ করে নজর কাড়ছে । এই আলকাপের দল দেখায় কিভাবে ভারত পাকিস্তানের যুদ্ধে সমস্ত ভারতীয়রা ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে রুখে দেয় আর এই দেখেই এলাকার হিন্দু মুসলমান সমস্ত লোক সারারাত ধরে মেলা প্রাঙ্গণে কাটায়। অনুষ্ঠান শেষে অন্নপূর্ণা অপেরার মূল শিল্পী শিলা সরকারের উপরে একরাশ ক্ষোভ আগলে দেয় ।
অভিযোগ করে বর্তমানে গ্রামে গঞ্জে পুলিশ আলকাপ শিল্পীদের উপরে অত্যাচার করছে । আলকাপ এর অনুমোদন দিচ্ছে না । অনুমোদন আটকে আলকাপ শিল্পকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে । এর ফলে মালদা জেলা জেলা সহ গোটা রাজ্যে হাজার হাজার আলকাপ শিল্পী আজ শাহিন হয়ে গেছে। অভিযোগ আলকাপ দল অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয় তবে তাকে ব্যান্ড করা হোক আলকাপ শ্লীলতা বজায় রেখে এবং নাটক সিনেমা যাত্রা কৌশল করে অবশ্যই বাঁচিয়ে রাখা দরকার কিন্তু বেশিরভাগ জায়গায় আমাদের আলকাপ গানের অনুমতি দেয়া হয় না এবারের গোসাইহাট এর মেলায় মূলত আলকাপ গানের উপরে ভর করেই এগিয়ে চলে পাঁচ দিন।
আলকাপ শিল্পী শিলা আমাদের জানান, ” আলকাপ গান ও শিল্পীদের নানা দুঃখের করুন কাহিনী জানান । তিনি সরকারের কাছে আবেদন করেন যেন আগামী দিনে গ্রামে গঞ্জে আলকাপ গানের অশ্লীলতাকে দূর করে শ্লীলতার আঙ্গিকে নতুন করে বাঁচিয়ে রাখা যায় “