|
---|
নিশির কুমার হাজরা, বীরভূম : আজ কলকাতায় লেকটাউনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে হেনস্থার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আয়োজিত কলকাতা সেন্ট্রাল এ্যভিনিউ সহ রাজ্যের জেলায় জেলায় গণপ্রতিবাদ মিছিল হয়েছে বলে রাজ্য বিজেপি সুত্রের খবর।
আজ বীরভূম জেলার সদর শহর সিউড়ি তেও বৈকাল তিনটে হতে সাড়ে তিনটে পর্যন্ত জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল এর নেতৃত্বে আধ ঘন্টা পথ অবরোধ ও গণ প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে জেলার বিজেপি কর্মী ও নেতৃত্বেরা বলে জেলা বিজেপি সুত্রে জানা গেছে।
প্রসঙ্গত, আজ সকালে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কলকাতা লেকটাউনে দলীয় কর্ম সূচিতে যাওয়ার সময় তৃণমূলের কর্মীরা গো ব্যাক বলে শ্লোগান দিতে থাকে এবং শারীরিক হেনস্থার মধ্যেই পথ আটকায় রাজ্য পুলিশের নিরব ভূমিকার মধ্যেই। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার নাকরে রাজ্যের দমকল মন্ত্রী প্রতিক্রিয়া দিয়েছেন যে রাস্তার উপরে পথ আটকে কোনও রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। শাসক দলের কর্মীরা ঘটনার প্রতিবাদ করেছে। অন্য দিকে বিরোধীরা সরব হয়ে সংবাদ মাধ্যমকে জানান, দিলীপবাবু দলের কর্মসূচীতে পথে যাচ্ছিলেন। তাতে শাসক দলের ভূমিকা নিন্দনীয়। রাজ্যের প্রশাসন ব্যবস্থা বলে কিছু নেই তা পুনরায় প্রমাণ হয়েছে বলে বিরোধী রাজনৈতিক মহলের অভিমত।
ফলে কলকাতা জুড়ে বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা আজ গণপ্রতিবাদে সামিল হয়েছেন বলে জানা গেছে। সেই মত আজই বেলা ৩টে থেকে ৩.৩০ মিনিট পর্যন্ত বীরভূমের সদর সিউড়ি বাসস্ট্যান্ডে পথ অবরোধ ও হয়েছে বলে জানা গেছে।