|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুর শহরের সৃষ্টি ফাউন্ডেশন ও সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে লকডাউনের সময় হোটেল,রেস্তারা বন্ধ থাকার ফলে সমস্যায় থাকা মেদিনীপুর শহরের পথ কুকুরদের রাত্রিকালীন খাবারের ব্যবস্থা করা হলো। শনিবার রাতে এই দুই সংস্থার যৌথ উদ্যোগে রত্রিকালীন আহার পরিবেশন করা হলো পথ কুকুরদের। মেদিনীপুর শহরের কলেজ মাঠ, পঞ্চুরচক, সরগম মোড়, জেলা পরিষদের প্রধান গেট, গান্ধী মূর্তি সংলগ্ন এলাকার অগণিত কুকুরকে খাবার হিসেবে মাংস ভাত ও বিস্কুট দেওয়া হয়। এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা ছিল “সৃষ্টি ফাউন্ডেশন”। সহযোগিতায় ছিল “সংকল্প ফাউন্ডেশন”। উপস্থিত ছিলেন ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, বিশিষ্ট সমাজ কর্মী গোপাল সাহা, সমাজসেবী পীযুষ ঘোষ, সমাজ সেবী প্রদ্যুৎ ভট্টাচার্য্য, সমাজ সেবী দিব্যেন্দু সিংহ মহাপাত্র।এছাড়া উপস্থিত ছিলেন পিন্টু সাউ, ডঃ শান্তনু পাণ্ডা, সম্পাদিকা পারমিতা সাউ প্রমুখ।উদ্যোক্তাদের পক্ষে তাঁদের কাছে পর্যাপ্ত সামগ্রী না থাকায় এর বাইরে আরোও অনেক এলাকার কুকুর বাদ পড়ে যায় এই কর্মসূচিতে।তাঁরা শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে আহ্বান জানিয়েছেন এই পথ কুকুরদের পাশে দাঁড়ানোর জন্য। উল্লেখ্য দিন কয়েক আগে “ভাষা” ফাউন্ডেশনের সাথে এই ধরনের আরো একটি যৌথ কর্মসূচি কর্মসূচিতে অংশ নেয় সংকল্প ফাউন্ডেশন।