|
---|
সেখ সামসুদ্দিন : পল্লীমঙ্গল সমিতির পক্ষ হতে পাল্লারোড এলাকায় রেশন নিতে আসা বা বাজার করতে বেরুনো মানুষ জনকে থার্মাল গান ও পালস অক্সোমিটার ব্যবহার করে স্ক্রিনিং করা হয়। আনুমানিক ৪৫০ জনকে স্ক্রিনিং করা হয় এদিন। কারুর স্ক্রিনিং-এই কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। এই স্ক্রিনিং এখন চলবে নিয়মিত ভাবেই বলে জানান পল্লীমঙ্গল সম্পাদক সন্দীপন সরকার। অপরদিকে ফ্যালকন মোটর স্পোর্টস ক্লাবের ব্যবস্থাপনায় পল্লিমঙ্গল সমিতির সহযোগিতায় চাঁদসোনা ক্লাবের আয়োজনে বর্ধমানের চাঁদসোনা গ্রামেশ্বর ৩২০জন মানুষের দুপুরের আহারের ব্যবস্থা করা হয়। মেনুতে ছিল ভাত ডাল সোয়াবিন ডিম ও চাটনি। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি পিন্টু সাহা, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক সহ অনান্যরা।থার্মাল গান ও পার্লস অক্সিমিটার ব্যবহার করে স্বাস্থ্য পরীক্ষা করে তবেই খাবার বিতরণ করা হয়।