|
---|
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। পঞ্চায়েত নির্বাচনের আগে ভোটার তালিকায় নাম সংযোজন বিয়োজন ও সংশোধনের কাজ শুরু হচ্ছে আগামী 9ই নভেম্বর। চলবে আগামী ৮ই ডিসেম্বর পর্যন্ত। ভোটার তালিকা ফাইনাল প্রকাশিত হবে ২০২৩ সালের ৫ই জানুয়ারি। সেই জন্য কেশপুর ব্লকের 15 টি গ্রাম পঞ্চায়েতের অধীন সমস্ত বুথ লেভেল আধিকারিদের নিয়ে সোমবার দুপুরে কেশপুর শহীদ ক্ষুদিরাম অডিটোরিয়াম হলে বিশেষ প্রশিক্ষণ শিবির সম্পন্ন হল। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন কেশপুরে জয়েন্ট বিডিও প্রসেনজিৎ নন্দী, ব্লক যুব আধিকারিক পূর্ণেন্দু ঘোষ সহ অন্যান্য আধিকারিকগণ ও গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার গন।