নদীয়া নলেজ মিশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা : গত ৪ ফেব্রুয়ারি রবিবার নদীয়া নলেজ মিশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মিশন প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের উদ্বোধক অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক সুরঞ্জন মন্ডল, চাপড়া গ্রামীণ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. কাজী মৌসুমী সুলতানা, চাপড়া-বাঙ্গালঝি মহাবিদ্যালয়ের অধ্যাপক আজাদ আলি সেখ, হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম, শিক্ষক ও হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. নজরুল ইসলাম বিশ্বাস, শিক্ষক রকিবুল হালসানা, শাহরিয়র হোসেন গালিব, অবসরপ্রাপ্ত শিক্ষক অরুণ কুমার চক্রবর্তী, একাডেমিক সুপারভাইজার এস. এস. কে ও এম. এস. কে জাহানারা বিশ্বাস, উমা ঘোষ, শিক্ষানুরাগী শরিয়ত মন্ডল, রোকেয়া রহমান ও সাহিন বিশ্বাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রত্যেকেই তাঁদের সংক্ষিপ্ত ভাষণে মিশনের সার্বিক সাফল্য কামনা করেন। মিশনের তরফ থেকে সকলকে ধন্যবাদ জানান সম্পাদক ববিতা মন্ডল ও সভাপতি মুস্তাকিম সেখ।