ডাক্তার এবং রোগীর মাঝখানে কাঁটা সর্বভারতীয় পরীক্ষা-হেল্থওয়ার্কার এন্ড আয়ুষ কনফারেন্স-২০২৪

আসাদ আলী,নতুন গতি : ডাক্তার হাসান মির্জা ওয়েলফেয়ার ট্রাস্ট ও হোমিওপ্যাথি ডক্টর ফোরামের আয়োজন ও পরিচালনায় রবিবার আলিয়া বিশ্ববিদ্যালয় পার্কসার্কাস ক্যাম্পাসে সুন্দর ভাবে সুসম্পন্ন হল জনস্বার্থে বিকল্প চিকিৎসকদের এক আলোচনা সভা যা ‘হেলথ ওয়ার্কার এন্ড আয়ুশ কনফারেন্স ২০২৪’ নামে প্রকাশ ও প্রচারিত হলো । ভারতের মতো বিশাল দেশে যেখানে রোগী ও চিকিৎসকদের মধ্যে অতি সহজে মেলবন্ধন ও পারস্পরিক শ্রদ্ধাবোধ ও যোগাযোগের রাস্তা খোঁজা উচিত বলে চিকিৎসক ও সাধারণ মানুষ মনে করেন, সেখানে হচ্ছে তার ঠিক উল্টো । মেডিকেলে সর্বভারতীয় নিট পরীক্ষা পাস করে ডাক্তারি পড়াশোনা শুরু এবং শেষ করে সম্প্রতি ঘোষণা মত আবার ডাক্তারি তে এক্সিট এক্সামিনেশনের ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে আলোচনা এবং এই ব্যবস্থা যে রোগী এবং চিকিৎসকদের মধ্যে কাঁটার মত ব্যবধান তৈরি করবে তাতে কোন সন্দেহ নেই ।- এই বিরোধী মতই ছিল জোরদার । গোটা কোর্স শেষ করে আবার পরীক্ষায় বসা শুধুমাত্র পড়ুয়াদেরই ক্ষতি নয় ক্ষতি সাধারন মানুষ এবং দেশের । ফার্মাকোলজি থেকে বঞ্চিত ৩০ হাজার হোমিও ডাক্তার তাঁদেরকে ফার্মাকোলজি কোর্স করাতে হবে এবং আয়ুশের মধ্যে অন্তর্ভুক্তি করতে হবে বলে দাবি করা হয়।

    বিশিষ্টদের মধ্যে ছিলেন হোমিওপ্যাথি ডক্টর ফোরামের চেয়ারম্যান ডাঃ কাজী মহিত,চিকিৎসক সুজয় পালিশ, ডাক্তার হাসান মির্জা ওয়েল ফেয়ার ট্রাস্ট এর চেয়ারম্যান ডাক্তার এন হক, গ্রামীণ হোমিও মেডিকেল অফিসার ডাক্তার সম্পা দাস, কবি সাংবাদিক ও চিকিৎসক ডাক্তার আসাদ আলী, ডাক্তার এল এম খান, সার্জেন ডাক্তার এমসি ঝুনঝুনওয়ালা, ঠাকুর পুকুর ক্যান্সার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার মাহফুজ আরিফ, ডাক্তার এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি র ম্যানেজিং ডিরেক্টর শ্রী চঞ্চল চন্দ্র দেব, এম ভট্টাচার্য এন্ড সংস্থার কিং এন্ড কোম্পানির জ্যোতি গোয়েঙ্কার তরফ থেকে বিমান ঘটক মহাশয় ,চলচিত্রকার মুজিবর রহমান সাহেব প্রমুখ।

    এদিন হোমিওপ্যাথি শিক্ষাদানে অনন্য ভূমিকা পালনে ডাক্তার সার্জেন এমসি ঝুনঝুনওয়ালাকে লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড, চিকিৎসা ও জার্নালিস্ট এ বিশেষ অবদানের জন্য ডাক্তার আসাদ আলীকে দেওয়া হয় বিদ্যাসাগর অ্যাওয়ার্ড, চিকিৎসায় বিশেষ অবদানের জন্য ডাক্তার এন হক কে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়, মহিলা উদ্যোগপতি শ্রীমতি সীমা দেব ও শ্রীচঞ্চল কুমার দেব মহাশয় কে বঙ্গ গৌরব সম্মানে সম্মানিত করা হয়,আয়ুর্বেদ ডাক্তার সুমিত সুর আয়ুস চিকিৎসার ক্ষেত্রে বীমার অন্তর্ভুক্তি করানোর জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ দেন। বক্তব্য রাখেন ডাক্তার সুপ্রিয় নাথ, চলচিত্রকার মুজিবর রহমান সাহেব চিকিৎসক দের নানা সুবিধা ও অসুবিধার বিষয়গুলি নিয়ে কোন চিত্র নির্মাণ করা যায় না কি ভেবে দেখবেন বলে আশার কথা ব্যক্ত করেন। মুখ্য আলোচক ছিলেন হোমিও ডক্টর ফোরামের চেয়ারম্যান ডাক্তার কে এ মহিত। সঞ্চালনায় ছিলেন ডাঃ কে এ মোহিত, সহায়তা ও সামগ্ৰিক পরিকল্পনায় ডাঃ এন হক।