|
---|
শেখ আজিম,চন্ডীতলা : ৪ফেব্রুয়ারি রবিবার চন্ডীতলা থানার অন্তর্গত ভগবতীপুরে ম্যানকাইন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। আনুমানিক ৪০০ জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্ত দান করেছেন। ট্রাস্টের চেয়ারম্যান শেখ মোফাজ্জেল জানান ১২০০ মশারি এবং ৬০০ কম্বল দান করা হয়েছে সেই সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য ক্রাচ,ওয়াকার বিতরণ করা হয়েছে। একইসঙ্গে এও জানিয়েছেন ভগবতীপুর নবাবপুর এবং কুমিরমোড়া অঞ্চলের সকল আশা কর্মীকে সংবর্ধনা জানানো হয়েছে।