|
---|
নিজস্ব প্রতিবেদক:- ভাগ্য বদল করে দিলো দিন মজুরের, এক টিকিটেই কোটিপতি । ময়নাগুড়ি, ২২ ফেব্রুয়ারি : কবে কার কখন ভাগ্য বদলে যায় তা জানেন না কেউই। এমনই ভাগ্য বদল ঘটলো ময়নাগুড়িতে। এক মুহূর্তেই দিন মজুর থেকে কোটিপতি হলেন ময়নাগুড়ির সুস্থির হাট এলাকার আবু বক্কর নামের এক ব্যক্তি। পেশায় তিনি একজন পাকা রাস্তার শ্রমিকের কাজ করেন। দিন মজুরি করে কোনো রকমে দিন পাত করতেন তিনি। সোমবার কাজ সেরে ৬০ টাকার লটারি কিনে বাড়ি ফেরেন। আর রাত ৮ টা পেরোতেই ঘটলো ভাগ্য পরিবর্তন। এক টিকিটে কোটিপতি। এই খবর জানতে পেরেই টিকিট নিয়ে স্বয়ং হাজির ময়নাগুড়ি থানায়। এদিন তিনি ময়নাগুড়ি থানায় এসে আবু বক্কর বলেন, ” আমি ভাবতেই পারছি না যে আমি এতো টাকা জিতবো। মাঝে মাঝে লটারি টিকিট কিনতাম। কিন্তূ এক কোটির স্বপ্ন ছিলো না।”