|
---|
নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি পুরো নিগমের মেয়র হিসেবে শপথ নিলেন গৌতম দেব। আজ পুরো নিগমের ব্যবস্থাপনায় শিলিগুড়ি বাঘাযতীন পার্কে নবনির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
এই সংবর্ধনা মঞ্চ থেকে শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব আগামী দিনে শহরের উন্নয়নের বার্তা দিলেন। শহরের উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান সকলের সহযোগিতা প্রয়োজন, শুধু তাই নয় এই প্রসঙ্গে তিনি প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, বিজেপি বিধায়ক শংকর ঘোষ এর নাম উল্লেখ করেন। তবে এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাসক দলের বিজয়ী কাউন্সিলরা। বিরোধীদলের জয়ী কাউন্সিলারা এই অনুষ্ঠান এড়িয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।