গ্রীন মডেল অ্যাকাডেমিতে “ইফতার মজলিস ও আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা : আজ ২৪ শে মার্চ ২০২৪ তারিখ রবিবার মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার সারাফনগর(ত্রিমোহিনীতে) অবস্থিত প্রখ্যাত প্রতিষ্ঠান “গ্রীন মডেল অ্যাকাডেমি” এর নিজেস্ব আবাসিক ভবনে এলাকার বিশিষ্ট সম্মানীয় ব্যাক্তিবর্গ ও ছাত্রছাত্রীদের নিয়ে “ইফতার মজলিস ও আলোচনা সভা” শীর্ষক একটি মননশীল আলোচনা সভা সুসম্পন্ন হল। উক্ত সভাটি বেলা দুটো নাগাদ কুরআন তেলওয়াৎ

    এবং শাইখ আব্দুল্লাহ ডালটনের গবেষণাধর্মী দারসের মাধ্যমে আরম্ভ হয় এবং ইফতারের মাধ্যমে সমাপ্ত হয়।

    উক্ত সভার মুল তত্ত্বাবধায়ক ছিলেন গ্রীন মডেল অ্যাকাডেমির সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম।সভাটিতে “ইলম ও আদব” “শিক্ষা ও নিয়মানুবর্তীতা” ইত্যাদি নানান বিষয়ে বক্তব্য রাখেন শাইখ মিজানুর রহামান, বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহামান, শিক্ষক মনিবুর রহামান সাহেব প্রমূখ। সভার মূল আলোচক ছিলেন অত্র অ্যাকাডেমির ডাইরেক্টর ফাজিলাতুশ শাইখ মুহাম্মাদ ইসহাক মাদানী হাফিযাহুল্লাহ। তিনি “নৈতিক চরিত্র গঠনে সিয়ামের ভূমিকা” বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেন।এছাড়াও সভায় আমন্ত্রীত ব্যাক্তি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ জবাব বদরুদ্দোজা সাহেব, সাংবাদিক আনিসুর রহামান সাহেব,মুনিরিয়া হাই মাদ্রাসার শিক্ষক নাজমুল হুদা সাহেব সহ আরও অনেকে।