চক্ষুছানি পরীক্ষা শিবির এবং ক্রীড়া সংবর্ধনা বলগনায়

পারিজাত মোল্লা, মঙ্গলকোট : রবিবার পূর্ব বর্ধমানের ভাতারের বলগোনা শিশু মঙ্গলম স্কুলে ‘ভাতাড় ব্লক আপডেট খবর ২৪×৭ গ্রুপে’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু ছানি পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বনাঞ্চল আধিকারিক জয়ন্ত ধারা, বিশিষ্ট সমাজসেবী পরেশনাথ হাজরা ,আব্দুল জাব্বার শেখ সহ অন্যান্যরা। পাশাপাশি রাজ্যস্তরে ক্যারাটে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের সফলতাকারীদের সম্বর্ধিত করা হয়। আয়োজক সংগঠনের তরফে ‘ভাতার ব্লক আপডেট খবর গ্রুপে’র এডমিন মধুসূদন কোঁয়ার বলেন,-” হোয়াটসঅ্যাপে গ্রুপের সদস্য এক হাজার জনের বেশি । সামাজিক মাধ্যম গ্রুপের সকল সদস্যদের সহযোগিতায় বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজের উদ্যোগ নেওয়া হয়। রবিবার ভাতার ব্লক আপডেট খবর ২৪ ×৭ গ্রুপের উদ্যোগে আশেপাশের বিভিন্ন ব্লকের মানুষদের বিনামূল্যে চক্ষু পরিষেবা পৌঁছানোর লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী দিনে ও এই ধরনের সমাজসেবা মূলক কাজের সঙ্গে নিজেদেরকে নিয়োজিত রাখতে চান গ্ৰুপের সদস্যরা” ।