মেমারিতে জমিয়তের এনআরসি বিরোধী সভায় কংগ্রেস তৃণমূল

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পরষ্পর বিরোধী বক্তব্যে বিভ্রান্ত সাধারণ মানুষ। আতঙ্কের পরিবেশ পুরো দেশে। এমনই প্রেক্ষিতে মানুষের মধ্যে জাতীয় সংহতি, সম্প্রীতি, ঐক্য ও মানবতার বার্তা পৌঁছে দিতে প্রকাশ্য সমাবেশ করল মেমারির জমিয়তে উলমায়ে হিন্দের শাখা। হাজার হাজার মানুষের এই সমাবেশে উপস্থিত ছিলেন জমিয়তের রাজ্য সভাপতি মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি, জেলা সভাপতি মাওলানা ইমদাদুল্লাহ চৌধুরি, কংগ্রেস নেতা অভিজিৎ সিংহ রায়, তৃণমূল নেতা সুপ্রিয় সামন্ত প্রমুখ। প্রধান বক্তা সিদ্দিকুল্লা চৌধুরি বলেন, শত বছরের প্রাচীন এই সংগঠন মুসলিম লীগের মত কোনোদিন সাম্প্রদায়িক বিভেদের রাজনীতি করেনি। তিনি বলেন, আমরা সম্মিলিত জাতীয়তাবাদে বিশ্বাস করি। তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেন, একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী দাবি করেন, সারা দেশের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এনআরসি বিরুদ্ধে কথা বলেন। তাঁর দাবি, বাংলার মুখ্যমন্ত্রী এন পি আর য়ের বিরুদ্ধে বলার পর কেরালা, পাঞ্জাব অন্যান্য রাজ্যও বলছে। তিনি বলেন, এন পি আর হল এনআরসির প্রথম ধাপ। জমিয়তের নেতা মানুষকে শান্তিপূর্ণ আন্দোলন করার আবেদন জানান। তাঁর মতে, আন্দোলনের প্রথম সারিতে রাখতে হবে শিক্ষিত মানুষদের। তিনি বলেন, হিন্দু সমাজের মানুষদের আন্দোলনের সামনে রাখুন, আপনারা পিছনে থাকুন। তা না হলে আমরা এই লড়াইয়ে জিততে পারব না। রাজ্য সভাপতি জানান, এই আন্দোলনে কাজ না হলে আমরা কলকাতার বুকে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে শান্তিপূর্ণ মিছিল করব। সভার সঞ্চালনা করেন জমিয়তের নেতা মাওলানা ইমতিয়াজ রহমান। সভাপতিত্ব করেন ইমদাদুল্লাহ চৌধুরি।