SBI –এর পুরনো ATM কার্ড বাতিল নতুন বছর থেকে, কীভাবে পাবেন EMV ডেবিড কার্ড জেনে নিন

 নিউজ ডেস্ক,নতুন গতি:- আপনি যদি এখনও নিজের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (এসবিআই) এটিএম-কাম-ডেবিট কার্ডটি পরিবর্তন না করেন তবে ২০ শে জানুয়ারী, ২০২০ থেকে এটি অকেজো হয়ে যাবে, অর্থাৎ আপনি র আপনার কার্ডটি ব্যাবহার করতে পারবেন না। এসবিআই ঘোষণা করেছে যে এসবিআই ম্যাগস্ট্রিপ ডেবিট কার্ডটি 31 ডিসেম্বর, 2019 এ নিষ্ক্রিয় করা হবে, তাই গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের ম্যাজস্ট্রিপ কার্ডটি এটিএম ইএমভি চিপ-ভিত্তিক ডেবিট কার্ডে পরিবর্তন করে নেওয়ার জন্য।তবে ইএমভি চিপ-ভিত্তিক ডেবিট কার্ডের জন্য আবেদন করার আগে আপনি অবশ্যই আপনার ঠিকানাটি সঠিক দিয়েছেন কিনা দেখে নেবেন।
আপনার ডেবিট কার্ডটি ম্যাজস্ট্রাইপ কার্ড কিনা তা আপনি পরীক্ষা করতে পারেন।হোম শাখায় ইএমভি চিপ ডেবিট কার্ডের জন্য আবেদন করতে পারেন।এটিএম কার্ডটি ৭ টি কাজের দিনের মধ্যে আপনার বাড়ির ঠিকানায় পাঠানো হবে। আপনি www.onlinesbi.com এ আপনার ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে কার্ডের জন্য আবেদন করতে পারেন।