|
---|
দেবজিৎ মুখার্জি: সোমবার শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাকে নিষেধাজ্ঞা চাওয়ার একটি জনস্বার্থ মামলা খারিজ করল মাদ্রাজ হাই কোর্ট।
জানা গিয়েছে, মামলাকারী ‘হিন্দু মুন্নেত্রা কাজগম’ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠনের সভাপতি কে গোপীনাথ। তার বক্তব্য “আইনে স্পষ্ট বলা হয়ছে যে প্রাথমিক ও নার্সারি স্কুলের পড়ুয়াদের শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট পোশাকবিধি মানতে অর্থাৎ ইউনিফর্ম পরতে হবে। কিন্তু সম্প্রতি এই নিয়ম ভাঙার বেশ কয়েকটি চেষ্টা হয়েছে।” শুনানি চলাকালীন হিজাব বিতর্কে কর্ণাটক হাই কোর্টের রায় ও সুপ্রিম কোর্টে চলা মামলার বিষয়টি উত্থাপন করেন বিচারপতিরা। তারপর মামলা প্রত্যাহার করার আরজি জানান মামলাকারীর আইনজীবী। সেইময় এই পিআইএলটি খারিজ করে দেয় আদলত।