|
---|
নিজস্ব সংবাদদাতা : হাওড়া স্টেশনে জিআরপির হাতে ধরা পড়ল নেপালের ৫ নাবালক। পুলিসের জেরায় তারা জানিয়েছে, ‘বড়া আদমি’ হাওয়ার জন্যই তারা ঘরে ছেড়ে চলে এসেছে। গন্তব্য ছিল কলকাতা। কিন্তু কী করবে তারা জানে না।
বাড়িতে কিছু না বলে নেপালের ঝাপা থেকে পালিয়ে আসে অষ্টম শ্রেণির ওই ৫ পড়ুয়া। গত রাতে জিআপির কাছে খবর আসে ওই ৫ নাবালক কলকাতাগামী ট্রেনে উঠেছে। খবর পাওয়ার পরই শুরু হয় উত্তরবঙ্গ থেকে আসা ট্রেনগুলিতে তল্লাশি।
সোমবার ভোর ৬টা নাগাদ হাওড়ার ৮ নম্বর প্লাটফর্মে ডাউন কামরূপ এক্সপ্রেস এলে ওই ৫ নাবালককে একসঙ্গে দেখতে পায় জিআরপি। সঙ্গে সঙ্গেই তাদের নিয়ে আসা হয় জিআরপি থানায়। তাদের সঙ্গে কথা বলে পুলিস জানতে পারে তারা সবাই অষ্টম শ্রেণিতে পড়ে। দরিদ্র পরিবারের ছেলে। কেরিয়ার গড়তে চলে এসেছে কলকাতায়। সবারই উদ্দেশ্য ছিল ‘বড়া আদমি’ হওয়া।
জিআরপিকে ওই ৫ নাবালক আরও জানিয়েছে গতকাল কিষেনগঞ্জ স্টেশনে কামরূপ এক্সপ্রেসে চড়ে বসে। হাওড়ার জিআরপি ওসি সিদ্ধার্থ রায় জানান, সবার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে তাদের পরিবারের হাতে এদের তুলে দেওয়া হবে। তবে এদের পালিয়ে আসার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা সে ব্যাপারে পরিবারের সঙ্গে কথা বলা হবে।