পরিবেশকে সুস্থ রাখতে গেঁওখালি তে চলো পাল্টাই এর সচেতনতা অভিযান।

পরিবেশকে সুস্থ রাখতে গেঁওখালি তে চলো পাল্টাই এর সচেতনতা অভিযান।
সেখ আতিউলা, নতুন গতি, পূর্ব মেদিনীপুর
নববর্ষের খুশিতে সবাই মেতে ওঠে চড়ুইভাতির আনন্দে। সেই চড়ুইভাতির আনন্দের সাথে প্রচুর মানুষ থার্মোকল ও প্লাস্টিক ব্যবহার করেন পিকনিক স্পট গুলিতে। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত গেঁওখালি ত্রিবেণী সঙ্গম সংলগ্ন এলাকাতে সচেতনতা অভিযান করল তারা। সেই সঙ্গে সঙ্গে যারা থার্মোকল এর প্লেট নিয়ে চড়ুইভাতির করতে এসেছিলেন তাদের কাছ থেকেই সেগুলো সংগ্রহ করে নিয়ে তাদের হাতে তুলে দেয়া হয় শালপাতার থালা। এর আগেও আমরা বিগত বছরগুলিতে এই কর্মসূচি নিয়েছি একই রকমভাবে এবছরও এই কর্মসূচি নিয়ে গেঁওখালি তে এসে ওরা যা দেখল তা দেখে ওদের সবাই খুবই আনন্দিত। গত বছরের তুলনায় এ বছর অনেকাংশে কমেছে থার্মোকলের ব্যবহার।
মানুষজন বাজারে শালপাতার না পাওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই কাগজের প্লেট ব্যবহার করছেন। খুব অল্প সংখ্যক মানুষ পাওয়া গেল যারা থার্মোকলের প্লেট নিয়ে এসেছিলেন।
সংস্থার বক্তব্যআ চলো পাল্টাই পরিবারের পক্ষ থেকে সেই সমস্ত মানুষদের কেও থার্মোকলের প্লেট ব্যবহারের থেকে রুখে দিতে পেরেছি। আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গেঁওখালি বিট হাউস থানার পুলিশ আধিকারিকরা। সংস্থার পক্ষ থেকে শুধুই শালপাতা বিতরণ নয় যত্রতত্র আবর্জনা যাতে না ফেলেন সে বিষয়েও সবাইকে অবগত করা হয় সেই সঙ্গে সঙ্গে ডিজে বক্স নিয়ন্ত্রণে বাজানোর অনুরোধ করা হয়।