|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : বুধবার মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে সরু করে সাগরদিঘীর গৌরীপুর হয়ে এই যাত্রা পৌঁছায় বালিয়াতে সেখানে একটি পথসভায় প্রয় ১৫জন ব্যক্তি কংগ্রেসে যোগদান করেন এবং এই পথসভার মধ্যদিয়ে এই যাত্রা শেষ হয়, এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবী আমিনুল ইসলাম, তাপস মজুমদার, জৈত দাস, হাসানুজ্জামান বাপ্পা, সাইদুর রহমান প্ৰমুখ। এদিনের পদযাত্রায় শত শত মানুষের উচ্ছাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।