|
---|
জাকির হোসেন সেখ,উত্তর ২৪ পরগনা।
সুন্দরবনকে ভালোবাসো, সুন্দরবনকে যত্ন করো, সুন্দরবনকে রক্ষা করো – এই বার্তা ছড়িয়ে দিতে দিতে ৩০তম বর্ষে পদার্পণ করলো #সুন্দরবন_গ্রামীন_মেলা।
উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশ খালি ১ নং ব্লকের এবং সন্দেশ খালি (ন্যাজাট) থানার অন্তর্গত আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হয়েছে এই মেলা।
উদ্বোধন হয়েছে গত ৬ই ফেব্রুয়ারি বুধবার। চলবে আগামী ১৫ ই ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত।
এবার মেলার উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তর ও স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় সাধন পান্ডে মহাশয়। উপস্থিত ছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় ইদ্রিস আলী মহাশয়। ক্যানিং পূর্বের বিধায়ক তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শওকাত মোল্লা মহাশয় সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। মেলার শেষদিন পর্যন্ত বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত হবেন।
প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের বুকে হওয়া, বলা যায় ব্যতিক্রমী এই মেলার আকর্ষণই আলাদা। গত কয়েক বছর ধরে প্রাণের টানে এই মেলায় উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী মাননীয় গিয়াসউদ্দিন মোল্লা মহাশয়। উপস্থিত হয়েছেন বিধায়ক ডঃ নুরুজ্জামান । এবছরও আসবেন। প্রতিবার মেলায় সাধারণ মানুষের সাথে মিলিত হবার সুযোগ ছাড়েন না
স্থানীয় বিধায়ক সুকুমার মাহাত, সন্দেশখালি ব্লক-১ সভাপতি শেখ সাহাজাহান, সন্দেশখালি ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি অপর্ণা হালদার, সন্দেশখালি ১ নং ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি জিয়াঊদ্দিন মোল্লা, মানসী সামন্ত ও সরবেড়িয়া আগারআটি গ্রাম পঞ্চায়েত প্রধান সবিতা রায় সহ অন্যান্যরা।
দশদিন ব্যাপি এই মেলায় শ’দুয়েকের মতো স্টল হয়। সেইসব স্টল থেকে কন্যাশ্রী, খাদ্যশ্রী, খেলাশ্রী, সেফ ড্রাইভ সেভ লাইফ, ইত্যাদি নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার যেমন হয় তেমনি সাম্প্রদায়িক সম্প্রীতি সহ একাধিক সামাজিক বার্তাও পৌঁছে দেয়া হয়।
পাশাপাশি সব বয়সী মানুষের জন্য থাকে বিনোদনের ব্যবস্থা। বাচ্চাদের জন্যে নানা আয়োজন। থাকে বিভিন্ন ধরনের প্রদর্শনী। মনোহারী, খাবার দোকান, নাগরদোলা তো আছেই।
সর্বোপরি সুন্দরবনের বিভিন্ন জীবজন্তুর আদলে তৈরী বিভিন্ন মূর্তি যা বাচ্চাদের আনন্দ দেয়। কেড়েছে। মেলার মুল মঞ্চ ছাড়াও সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন হয় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।
#_সুন্দরবন_গ্রামীন_মেলার_উদ্যোক্তা সরবেড়িয়া বিপ্লবী সংঘের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মেলায় সাদর আমন্ত্রণ জানিয়েছেন সভাপতি মাননীয় সেখ সাহাজাহান মহাশয়।