|
---|
নিজস্ব সংবাদদাতা :
ভাষাদীবস উপলক্ষে আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতিক সংস্হা গাঙচিল আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতিক পরিষদের মালদা শাখা ও মালদা শহরের ছন্দমের উদ্যোগে শুক্রবার রাতে বিশিষ্ট শিল্পী আশিস উপাধ্যায়ের বাড়িতে একটি সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি সহ দুটি কবিতার বই প্রকাশিত হয় । শিখা সরকারের কবিতার বই “প্রয়াস” ও চম্পা দাসগুপ্তর বই ” কবিতাগুচ্ছ”।
কবিতার বয়দুটি প্রকাশ করেন বিশ্বাস লেখক ও গবেষক গোপাল লাহা , কালিগঞ্জের মঞ্চ একুশের সম্পাদক দুলাল ভদ্র ও মালদা গৌড়িয় সংস্কৃতি পরিষদের সম্পাদক ধরনীধর মন্ডল । এবছরই বাংলাদেশে ভাষা দীবস উপলক্ষ্যে মালদার চার শিল্পীকে আমন্ত্রণ ও সংবর্ধনা দেওয়া হবে । আন্তর্জাতিক সংস্কৃতিক সংস্হা “গাঙচিল আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতিক পররিষদের” উদ্যোগে এই বাংলাদেশে ফেব্রুয়ারি মাস ব্যাপী ভাষা মাস পালন করা হয় । ভারত বাংলাদেশ সহ একাধিক সংস্কৃতিক জগতের মানুষ কে সংবর্ধনা দেওয়া হয় ।
মালদা থেকে যারা আমন্ত্রিত ও সংবর্ধিত হচ্ছেন তারা হলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আশিস উপাধ্যায় , শিখা সরকার , চম্পা কলি দাসগুপ্ত ও কমল কর্মকার ।অনুষ্ঠানে গাঙচিল আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের মালদা শাখার পক্ষ থেকে বাংলাদেশে আমন্ত্রিত চার শিল্পী কে সংবর্ধনা দেওয়া হয় ।