| |
|---|
নতুনগতি ,মহঃ জামাল উদ্দিন,সিউড়ী
আজকেই সিউড়ী জেলা ইস্কুল ময়দানে অনুষ্ঠিত শ্রমিক মেলা।সেই মেলায় প্রধান অতিথি হিসাবে ছিল ,পশ্চিম বঙ্গের শ্রমমন্ত্রী শ্রী মলয় ঘটক। তিনি শ্রমিক দের যে সমস্ত ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত অবস্থায় রত রয়েছে ,তাদের কে আর্থিক সাহায্যের জন্য ,হাতে তুলে দেন চেক।এছাড়া মেলায় তপসিলি জাতি ও তপশিলি উপজাতির সংখ্যা যতেস্ট পরিমাণে ছিল। তাদের কেও বিভিন্ন ধরননের কর্ম মূলক কাজের জন্য পু্রস্কিত করা হয়। এছাড়া মেলার মধৌ বিভিন্ন স্টল ছিল সেখানে তপশিলি জাতি ও উপজাতির জন্য আইনী পরিসেবার ব্যাপারে তাদের অগ্ৰো অধিকারের কথা আলোচিত হয়।



