|
---|
সেবক: ফের দুর্ঘটনা সেবক-রংপোর রেল প্রকল্পে । এবার মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই জন শ্রমিকের ।
রেল প্রকল্পের সেবক ফাঁড়ির অন্তর্গত কালিখোলায় সেবক – রংপোর সেতু নির্মাণের সময় মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের । পুলিশ সূত্রে জানা গিয়েছে , ঘটনায় মৃত্যু হয়েছে সন্তোষ রায় (২৫) এবং কারু ওঁরাও ( ২৫) নামে দুই শ্রমিকের । দু’জনই ঝাড়খন্ডের বাসিন্দা।
রবিবার রাতে কালিখোলায় সেতু নির্মাণের জন্য পিলার তৈরির মাটি কাটতে খাদে নামে ওই দুই শ্রমিক। এরপরই আচমকা উপর থেকে পাথর মাটি পড়ে চাপা পড়ে যায় । বিষয়টি দেখা মাত্রই অন্যান্য শ্রমিকরা কোনও মতে ওই দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে । পুলিশ তাদের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে